১৮ হাজারে শাওমি রেডমি ১৩
দুইটি ভ্যারিয়েন্টে রেডমি ১৩ বাংলাদেশে অবমুক্ত করেছে শাওমি। ফোনটির ৬ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ৮ জিবি র্যাম +১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) যা নিশ্চিত করবে সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচার।
রেডমি ১৩-তে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের শক্তিশালী সুপার-ক্লিয়ার মূল ক্যামেরা। ক্যামারায় আছে ৩এক্স ইন-সেন্সর লসলেস জুম। সেলফি ক্যামেরায় যুক্ত আছে সফট-লাইট রিং, কর্নিং গরিলা গ্লাস এবং ৯০ হার্টজ অ্যাডাপ্টিভ-সিঙ্ক সহ ৬.৭৯-ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে।
এছাড়াও ফোনটিতে আছে মিডিয়াটেক হেলিও জি ৯১-আল্ট্রা চিপসেট এবং শাওমি হাইপারওএস। এর ৫০৩০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি চার্জ করার জন্য আছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। এর মাধ্যমে মাত্র ৭০ মিনিটেই ফুলচার্জ হবে আপনার ফোন।







